Thursday, September 19, 2013

-: "কামদুনি" :-


দেখছো আমায় , বোলছ আমায়,
ডাকছ ঘনো ঘনো ....
তাও তবুও আঁশ মেটেনা
মারছ আমায় কেন ?

তোমাদেরই মেয়ে, তোমাদেরই কেউ
তোমাদেরই মা , কেউ তোমাদের বউ,
তাও তোমাদের হাত কাপেনা,
মারতে আমায় আরও

আমিই বারি ভাতের থালা
দিন দুপুরে রাতে!
খাচ্ছো দাচ্ছো তেজ বাড়াচ্ছ,
মারছ নিজের হাতে ;

আমার থেকেই হচ্ছো তোমরা
আমি হলেই মুখ গোমরা?
শুধু এই? আছে আরও গুণ
দিনে দুপুরে আমারই ভ্রুণ করো খুন

শক্ত করতে তোমারই হাত
দিনরাত এই প্রাণপাত,
সংসার, অফিস, বাড়ি
তবু কেন আমি মার খেয়ে মরি?

তবুও কেন ডাকছো, বলছো
খাচ্ছো, দেখছ, তেজ দেখাছো?
কেন আজ দেখি, রোজ প্রতিদিনই

একের পর এক নীল কামদুনি .......