Showing posts with label Bangal Kobita. Show all posts
Showing posts with label Bangal Kobita. Show all posts

Thursday, November 10, 2011

বাঁচতে চাই...........

 
আমিও  বাঁচতে চাই

সকাল থেকেই বৃষ্টি পড়ছে
মনটা কেন জানি খুউব ভারী হয়ে আছে,
প্রমাদ গুনি রোজই সকালে
দিনটা  যেন কেটে যায় আপন মনে

রাস্তার ধরে আপন মনে বসে
ভিখারী মাসি রোজই গান করে যায় হেসে;
বৃষ্টি এলো নাকি রোদ এলো, ভাবেই না কখনো,
বোধ বাস্সি চলে গেছে মাসি , অনেক কাল হলো
পেটে জ্বালাএ  বসে থাকেন রোজ ...
যদি কেউ দেয় একটা  টাকা, তারে
দেয় না কেউ , টাকা যে নাই আজ কারুর কাছে
সবাই আজ খুব কষ্টে শিষ্ঠে আছে
কেন যে মাসি তুমি বৃথা
গান গেয়েই যাও একা একা?
আমরা যে দেখতে পাই না মাসি !
সবার মত আমি তো চোখে ঠুলি পরে আছি.

তবে যদি,
কোনদিন দেই তারে একটি বা দুটি টাকা!
দু হাত ভরে আশির্বাদ , একদম পাকা!

তবে কোথাওতুমি প্রান টাও দিয়ে দাও;
আশির্বাদ? ভালবাসা? সে তো অনেক দুরের কথা,
একটু হাসি মুখ দেখতে পাবার আশায়,
সারাটা জীবন কাটিয়ে দেবে,
কিছু পাবে না তাও ....

তাই রোজকার ওই মেকি হাসির ফাঁকে
বেঁচে থাকা জ্বালাটাকে আরও একটু জ্বালিয়ে রেখে .....
কোনো ফাঁকা মাঠের ধারে বসে
চিত্কার করে বলতে ইচ্ছা করে ....

"
আমি বাঁচতে চাই" .... "আমি বাঁচতে চাই" .... "আমি বাঁচতে চাই"